সিজেকেএস গ্র্যান্ডমাস্টার দাবায় ৪ দেশ
২৮ জানুয়ারী ২০১৫, বুধবার, ১১:৪৬:০১
সিজেকেএসের যুন্ম সম্পাদক ও বাদাফের সহ-সভাপতি আলহাজ সৈয়দ শাহাবউদ্দিন শামীম বলেন, আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) থেকে এরইমধ্যে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট অায়োজনের অনুমতি মিলেছে। ৩ ফেব্রুয়ারি থেকেই বিদেশী খেলোয়াড় ঢাকায় আসতে শুরু করবেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বিদেশী খেলোয়াড়দের বিষয়টি দেখভাল করছেন। সিজেকেএস টুর্নামেন্ট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। অান্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ জানান, ৯ রাউন্ড থেকে আন্তর্জাতিক মাস্টার বা ফিদে মাস্টাররা যদি নুন্যতম ৭ পয়েন্ট অর্জন করতে পারেন তাহলে তাদের গ্র্যান্ডমাস্টার নর্ম পূরণের সম্ভাবনা রয়েছে।
অংশগ্রহণকারী খেলোয়াড়রা হচ্ছেন- উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাখিডভ তাহির, পোল্যান্ডের মহিলা গ্র্যান্ডমাস্টার তমা কাতরায়না জোনানতা, ভারতের দুই জন আন্তর্জাতিক মাস্টার সোমিত পালিত ও আকশাত খামপারিয়া, স্বাগতিক বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আবদুল্লাহ আল রাকিব, দুই আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, আবু সুফিয়ান শাকিল এবং দুই জন ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ও খন্দকার আমিনুল ইসলাম।
উল্লেখ্য ২০০৯ সালের পর থেকে দাবা ফেডারেশন নিজস্ব উদ্যোগে কোন ধরনের আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টার টুর্নামেন্ট করতে পারছে না । তবে গত পাঁচ বছরের মধ্যে বাদাফে’র সহযোগিতায় একমাত্র গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদই তার সিক্স সিজনস সংগঠনের মাধ্যেমে দুটি গ্র্যান্ডমাস্টার এবং তিনটি আন্তর্জাতিক মহিলা মাস্টার টুর্নামেন্ট করেছিলেন। এবার করতে যাচ্ছে সিজেকেএস।