Saturday, February 14, 2015

GM Rakib Champion in CJKS-Prime Distributions Group Grandmasters Tournament 2015 at Chittagong


GM Enamul Hossain
's Post on Facebook -



গতকাল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গ্র্যান্ডমাস্টার দাবা শেষ হয়েছে। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১০ এর পরে বাংলাদেশে আবার কোন গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট হল এবং ঢাকার বাইরে এই প্রথম। একটা সময় ছিল আয়োজকরা আগে খেলোয়াড়দের কথা ভাবতেন তারপরে নিজেদের কথা। কিন্তু বর্তমানে আয়োজকরা আগে নিজেদের কথা ভাবেন তারপরে ভাবেন খেলোয়াড়দের কথা। যে কারণে এখন অনেক টুর্নামেন্টে আমরা উচ্চ এন্ট্রি ফি ছাড়াও দেখি ডাবল রাউন্ডের ছড়াছড়ি। আয়োজন করার আগেই চিন্তা থাকে কত দ্রুত টুর্নামেন্ট শেষ করা যায়। কিন্তু সেদিক দিয়ে চট্টগ্রামের এই গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টটি সম্পূর্ণই ভিন্ন। আমার সাথে বেশ কিছু খেলোয়াড়ের কথা হয়েছে এবং তারা বলেছেন এমন ভালো দাবা টুর্নামেন্ট আয়োজন তারা অনেকদিনে দেখেননি। একজন খেলোয়াড় হিসেবে আয়োজকদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই আমাদের। আমি ধন্যবাদ জানাই চট্টগ্রাম ক্রীড়া সংস্থাকে এমন মানসম্মত একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। বিশেষভাবে শামিম ভাই এবং তনিমা পারভিন কে যাদের ছাড়া এ টুর্নামেন্টটি এত সুন্দরভাবে হতনা।


Wednesday, January 28, 2015

CJKS Grandmasters Chess Tournament In Chittagong From 5th February

সিজেকেএস গ্র্যান্ডমাস্টার দাবায় ৪ দেশ

chessনিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রামে সিজেকেএস আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে । ৯ রাউন্ড রবিন লিগে ৪ দেশের ১০ জন খেলোয়াড় এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশগুলো হচ্ছে- পোল্যান্ড, উজবেকিস্তান, ভারত ও স্বাগতিক বাংলাদেশ। প্রতিযোগিদের মধ্যে ৩ জন গ্র্যান্ডমাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার এবং ২ জন ফিদে মাস্টার রয়েছেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের (বাদাফে) সহযোগিতায় এ আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ।
সিজেকেএসের যুন্ম সম্পাদক ও বাদাফের সহ-সভাপতি আলহাজ সৈয়দ শাহাবউদ্দিন শামীম বলেন, আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) থেকে এরইমধ্যে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট অায়োজনের অনুমতি মিলেছে। ৩ ফেব্রুয়ারি থেকেই বিদেশী খেলোয়াড় ঢাকায় আসতে শুরু করবেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বিদেশী খেলোয়াড়দের বিষয়টি দেখভাল করছেন। সিজেকেএস টুর্নামেন্ট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। অান্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ জানান, ৯ রাউন্ড থেকে আন্তর্জাতিক মাস্টার বা ফিদে মাস্টাররা যদি নুন্যতম ৭ পয়েন্ট অর্জন করতে পারেন তাহলে তাদের গ্র্যান্ডমাস্টার নর্ম পূরণের সম্ভাবনা রয়েছে।
অংশগ্রহণকারী খেলোয়াড়রা হচ্ছেন- উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাখিডভ তাহির, পোল্যান্ডের মহিলা গ্র্যান্ডমাস্টার তমা কাতরায়না জোনানতা, ভারতের দুই জন আন্তর্জাতিক মাস্টার সোমিত পালিত ও আকশাত খামপারিয়া, স্বাগতিক বাংলাদেশের দুই  গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আবদুল্লাহ আল রাকিব, দুই আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, আবু সুফিয়ান শাকিল এবং দুই জন ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ও খন্দকার আমিনুল ইসলাম।
উল্লেখ্য ২০০৯ সালের পর থেকে দাবা ফেডারেশন নিজস্ব উদ্যোগে কোন ধরনের আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টার টুর্নামেন্ট করতে পারছে না । তবে গত পাঁচ বছরের মধ্যে বাদাফে’র সহযোগিতায় একমাত্র গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদই তার সিক্স সিজনস সংগঠনের মাধ্যেমে দুটি গ্র্যান্ডমাস্টার এবং তিনটি আন্তর্জাতিক মহিলা মাস্টার টুর্নামেন্ট করেছিলেন। এবার  করতে যাচ্ছে সিজেকেএস।

Thursday, November 13, 2014

Walton Premier Division Chess League 2014 Starts at Dhaka



ওয়ালটন প্রিমিয়ার দাবা লীগ শুরু
স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন হোম এ্যাপ্লায়েন্স প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ’-এর খেলা বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মিডিয়া সেন্টারে বুধবার থেকে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন আর বি গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এ্যান্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। রাউন্ড-রবীন লীগ পদ্ধতিতে ৯ দল এবারের লীগে অংশ নিচ্ছে। গত তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রথম রাউন্ডে লিওনাইন চেস ক্লাবকে, গতবারের রানার্সআপ বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাবকে, তিতাস ক্লাব সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে, প্রিতম-প্রিজম চেস ক্লাব-নারায়ণগঞ্জ বাংলাদেশ নৌবাহিনী দাবা দলকে (জুনিয়র) হারায়। এ ইভেন্ট রাউন্ড-রবীন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এ ইভেন্টের ৯ দলের মধ্যে সর্বনিম্ন স্থানের দল প্রথম বিভাগে নেমে যাবে। এক্সসেস গ্রুপ দল না করায় প্রথম বিভাগে নেমে গেছে।
রুমেল খান
দৈনিক জনকণ্ঠ (পৃষ্ঠা-১৩)
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪, ২৯ কার্তিক ১৪২১


Sunday, November 2, 2014

1st International Blitz Rating Tournament Organized by ACPB

!!! ১ম আন্তর্জাতিক বিদ্যুৎ-গতি রেটিং দাবা প্রতিযোগিতা - ২৪ অক্টোবর শুক্রবার , ২০১৪ !!!
আয়োজনে : "এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স , বাংলাদেশ (এসিপিবি)" !
সর্বমোট ১১৮ জন খেলোয়াড় , এর মধ্যে ৮৮ জন রেটেড এবং ৩০ জন নন রেটেড খেলোয়াড় ৯ রাউন্ড , সুইস লীগ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ! সময় প্রতি খেলা : ৫ মিনিট ২ সেকেন্ড !
#
চ্যাম্পিয়ন : আমিনুল ইসলাম পলাশ ৮ পয়েন্ট
রানার - আপ : Mehdi Hasan Parag ৮ পয়েন্ট
৩য় স্থান : Shafiq Ahmed সাড়ে সাত পয়েন্ট
৪র্থ স্থান ("আমি নিজেই" যদিও ৫ খেলা পর্যন্ত জিতে আমার মনে হচ্ছিল যে , অনেকদিন পরে হয়ত আজ চ্যাম্পিয়ন - ই হয়ে যাব শেষ পর্যন্ত ৭ জয় ২ পরাজয় এ ৪র্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হইল
Note : ১ম আন্তর্জাতিক বিদ্যুৎ-গতি রেটিং দাবা প্রতিযোগিতার সর্বশেষ ফলাফল http://www.chess-results.com/tnr149544.aspx?lan=1&art=1&fed=BAN&wi=821


Walton Home Appliance First Division Chess League - Fourth Round Result

ওয়ালটন দাবা লীগ
স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন হোম এ্যাপ্লায়েন্স প্রথম বিভাগ দাবা লীগ’ এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে আট পয়েন্ট নিয়ে গোল্ডেন চেস ক্লাব এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে। গোল্ডেন চেস ২.৫-১.৫ পয়েন্ট বসির মেমোরিয়াল চেস ক্লাবকে হারায়। সাত পয়েন্ট নিয়ে ও সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব দ্বিতীয় স্থানে। সোনালী ব্যাংক এ রাউন্ডে ২-২ পয়েন্টে প্রদীপ সংঘের সঙ্গে ড্র করে।
রুমেল খান
দৈনিক জনকণ্ঠ (পৃষ্ঠা-১৩)
শনিবার, ১ নভেম্বর ২০১৪, ১৭ কার্তিক ১৪২১
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=11&dd=2014-11-01&ni=190690