Thursday, November 13, 2014

Walton Premier Division Chess League 2014 Starts at Dhaka



ওয়ালটন প্রিমিয়ার দাবা লীগ শুরু
স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন হোম এ্যাপ্লায়েন্স প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ’-এর খেলা বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মিডিয়া সেন্টারে বুধবার থেকে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন আর বি গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এ্যান্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। রাউন্ড-রবীন লীগ পদ্ধতিতে ৯ দল এবারের লীগে অংশ নিচ্ছে। গত তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রথম রাউন্ডে লিওনাইন চেস ক্লাবকে, গতবারের রানার্সআপ বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাবকে, তিতাস ক্লাব সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে, প্রিতম-প্রিজম চেস ক্লাব-নারায়ণগঞ্জ বাংলাদেশ নৌবাহিনী দাবা দলকে (জুনিয়র) হারায়। এ ইভেন্ট রাউন্ড-রবীন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এ ইভেন্টের ৯ দলের মধ্যে সর্বনিম্ন স্থানের দল প্রথম বিভাগে নেমে যাবে। এক্সসেস গ্রুপ দল না করায় প্রথম বিভাগে নেমে গেছে।
রুমেল খান
দৈনিক জনকণ্ঠ (পৃষ্ঠা-১৩)
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪, ২৯ কার্তিক ১৪২১


Sunday, November 2, 2014

1st International Blitz Rating Tournament Organized by ACPB

!!! ১ম আন্তর্জাতিক বিদ্যুৎ-গতি রেটিং দাবা প্রতিযোগিতা - ২৪ অক্টোবর শুক্রবার , ২০১৪ !!!
আয়োজনে : "এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স , বাংলাদেশ (এসিপিবি)" !
সর্বমোট ১১৮ জন খেলোয়াড় , এর মধ্যে ৮৮ জন রেটেড এবং ৩০ জন নন রেটেড খেলোয়াড় ৯ রাউন্ড , সুইস লীগ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ! সময় প্রতি খেলা : ৫ মিনিট ২ সেকেন্ড !
#
চ্যাম্পিয়ন : আমিনুল ইসলাম পলাশ ৮ পয়েন্ট
রানার - আপ : Mehdi Hasan Parag ৮ পয়েন্ট
৩য় স্থান : Shafiq Ahmed সাড়ে সাত পয়েন্ট
৪র্থ স্থান ("আমি নিজেই" যদিও ৫ খেলা পর্যন্ত জিতে আমার মনে হচ্ছিল যে , অনেকদিন পরে হয়ত আজ চ্যাম্পিয়ন - ই হয়ে যাব শেষ পর্যন্ত ৭ জয় ২ পরাজয় এ ৪র্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হইল
Note : ১ম আন্তর্জাতিক বিদ্যুৎ-গতি রেটিং দাবা প্রতিযোগিতার সর্বশেষ ফলাফল http://www.chess-results.com/tnr149544.aspx?lan=1&art=1&fed=BAN&wi=821


Walton Home Appliance First Division Chess League - Fourth Round Result

ওয়ালটন দাবা লীগ
স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন হোম এ্যাপ্লায়েন্স প্রথম বিভাগ দাবা লীগ’ এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে আট পয়েন্ট নিয়ে গোল্ডেন চেস ক্লাব এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে। গোল্ডেন চেস ২.৫-১.৫ পয়েন্ট বসির মেমোরিয়াল চেস ক্লাবকে হারায়। সাত পয়েন্ট নিয়ে ও সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব দ্বিতীয় স্থানে। সোনালী ব্যাংক এ রাউন্ডে ২-২ পয়েন্টে প্রদীপ সংঘের সঙ্গে ড্র করে।
রুমেল খান
দৈনিক জনকণ্ঠ (পৃষ্ঠা-১৩)
শনিবার, ১ নভেম্বর ২০১৪, ১৭ কার্তিক ১৪২১
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=11&dd=2014-11-01&ni=190690